
রবিবার ২৫ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: ২০০৪ সালে মুক্তি পেয়েছিল সইফ আলি খান ও রানি মুখোপাধ্যায় অভিনীত রোম্যান্টিক কমেডি ‘হম তুম’। সেসময় ছবিটি হয়ে উঠেছিল বলিউডের একেবারে আসল রম-কম ক্লাসিক। আর আজ, ২০ বছর পর, ১৬ মে-তে ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই সিনেমা।কিন্তু অনেকেই জানেন না—এই ছবির মূল চরিত্র করণ কাপুর-এর ভূমিকায় সইফ ছিলেন না পরিচালক কুণাল কোহলির প্রথম পছন্দ।
সম্প্রতি, কুণাল জানান প্রথমে এই ছবির প্রস্তাব গিয়েছিল হৃতিক রোশনের কাছে। কিন্তু হৃতিক তখন বলেছিলেন, "আমার সামনে কিছু ছবি রয়েছে যেগুলো আমি জানি যে চলবে না। আমি এখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তুমি কি কয়েক বছর অপেক্ষা করতে পারবে?" এরপর চিত্রনাট্য গিয়েছিল আমির খানের কাছে। কিন্তু আমির তখন রীনা দত্তের সঙ্গে বিবাহবিচ্ছেদ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। কুণাল বলেন, “আমির তখন এমন মানসিক অবস্থায় ছিলেন যে চিত্রনাট্যও মন দিয়ে শুনতে পারছিলেন না। ” এরপর ছবির প্রস্তাব যায় বিবেক ওবেরয়ের কাছেও, কিন্তু সেখানেও কাজের কাজ কিছু হয়নি।
শেষমেশ যশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া প্রস্তাব দেন সইফ আলি খানের নাম। কুণাল বলেন, “আমি ওকে মনে মনে সব দৃশ্যে কল্পনা করলাম, আর বুঝলাম ও পারফেক্ট! তখনও সইফের কোনও সোলো হিট ছিল না। কিন্তু আদি জোর দিয়ে বলেছিল, ‘আমি নিশ্চিত, সইফ-ই ঠিক।’” পরে ছবির প্রিমিয়ারে হৃতিক নিজেও স্বীকার করেন—এই চরিত্রে সইফ ছিলেন একেবারে সঠিক পছন্দ।
‘হম তুম’-এ দেখা যায় করণ কাপুর নামে এক কার্টুনিস্ট আর রিয়া প্রকাশের (রানি মুখোপাধ্যায়) একে অপরের সঙ্গে বিমানে আলাপ হয়।প্রথমদিকে মিল না হলেও, ভাগ্য বারবার তাঁদের একসঙ্গে টেনে আনে—আর ধীরে ধীরে গড়ে ওঠে এক মিষ্টি প্রেমের গল্প।
পুরনো দিনের সোনালি ছোঁয়া ফিরিয়ে আনতেই দেশের প্রথম শরীর এক মাল্টিপ্লেক্স সংস্থা চলতি মাসেই আয়োজন করেছে 'টাইমলেস সিনেমা' শীর্ষক এক অনুষ্ঠানের — যেখানে একের পর এক বলিউড ক্লাসিক ফিরবে রুপোলি পর্দায়। সেই তালিকায় জায়গা পেয়েছে সইফ আলি খান ও রানি মুখোপাধ্যায়ের এই রোমান্টিক হিট ‘হম তুম’।
সাহসের কাছে হার মানে জটিল বাস্তবও, ‘অঙ্ক কি কঠিন’ দেখায় সেই সাহসের সরলরেখা
‘...বিনোদ মেহরারর কন্ট্রোল আমার হাতে!’— রেখার হিংসে, অস্বস্তি আর আচরণ নিয়ে বিস্ফোরক মৌসুমী চট্টোপাধ্যায়!
আর ছলচাতুরি নয়, এবার ইতিহাসের গল্প বলবেন অরিজিতা! স্টার জলসার 'রাণী ভবানী'তে কোন চরিত্রে আসছেন অভিনেত্রী?
‘বাচ্চাকে খাওয়াতেও পারতাম না’— কোন মারাত্মক অসুখে আক্রান্ত জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী প্রিয়া মোহন?
সুকুমারের কবিতা, নৃশংস খুন এবং এক মায়ের লড়াই - প্রকাশ্যে ঋতুপর্ণার ‘ম্যাডাম সেনগুপ্ত’র প্রথম ঝলক
অরিজিৎ সিং-এর কণ্ঠে নস্টালজিয়া ফেরাল 'মেট্রো ইন দিনো'র গানের ঝলক, শহরের ইতিকথায় প্রকাশ্যে এল 'ফার্স্ট লুক'
শুরুর আগেই বাধার মুখে তিন নতুন ধারাবাহিক! কী কারণে হঠাৎ শুটিং বন্ধ 'রাণী ভবানী', 'দাদামণি' ও 'কুসুম'-এর?
অরুণিমার প্রেমে পড়লেন অর্জুন! সায়ন্তন মুখোপাধ্যায়ের হাত ধরে ভালবাসার নতুন গল্প বুনবেন জুটিতে
‘পুবের জানালা’ খুলছেন অর্ণ মুখোপাধ্যায়, দেখবেন প্রিয়াঙ্কা-গৌরবের পাহাড়ি প্রেমের দৃশ্য, প্রকাশ্যে ফার্স্ট লুক
পর্দায় ফের 'কালী' রূপে আসছেন পায়েল দে! কোন ধারাবাহিকে নতুন রূপে দেখা যাবে অভিনেত্রীকে?
ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?
রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?
জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?
প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'!